Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, মাদক মামলার ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম, এসআই মোফাখখারুল, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহিউদ্দিন, এএসআই তোহা ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

এ সময় ছাতক থানার এফআইআর নং-২১, তারিখ-২৩ আগস্ট ২০২৫ এর অধীনে গ্রেফতারকৃতরা হলেন—১। আমীর আলী (৩৫), পিতা-করম আলী,সাং-আলাপুর, ইউপি-গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও।
২। হাসান (২৪), পিতা-মৃত নুরুল ইসলাম,সাং-রাধানগর, ইউপি-ছৈলা আফজলাবাদ।
৩। রুহিতুল ইসলাম নাহিদ (১৮), পিতা-মৃত নুর আলী, সাং-শিবনগর, ইউপি-ছৈলা আফজলাবাদ।৪। আব্দুল্লাহ (১৮), পিতা-রইচ আলী, সাং-তকিপুর,ইউপি-গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও।৫। সাইদুর রহমান (২০), পিতা-মতিউর রহমান, সাং-রাধানগর, ইউপি-ছৈলা আফজলাবাদ।
৬। সিফাতুল ইসলাম ইমন (১৮), পিতা-আশরাফ আলী, সাং-তকিপুর,ইউপি-গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও।৭। কবির আহমদ (২০), পিতা-ফজর আলী, সাং-রাধানগর, ইউপি-ছৈলা আফজলাবাদ।৮। মাসুম আহম্মদ (১৮), পিতা-কমর আলী, সাং-দিঘলী চাকপলপাড়া, ইউপি-ছৈলা আফজলাবাদ।
৯। রুহুল আমীন (২১), পিতা-মৃত হাসান মিয়া, সাং-জগন্নাথপুর (নোয়াগাঁও), ইউপি-ছৈলা আফজলাবাদ।
১০। নাইমুর রহমান (২২), পিতা-আতিক মিয়া, সাং-গোবিন্দনগর, ইউপি-গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও।১১। সালামিন আহমদ (১৮), পিতা-সালামত আলী, সাং-রাধানগর, ইউপি-ছৈলা আফজলাবাদ।
১২। লাহিন আহমদ (১৯), পিতা-পেশকার আলী, সাং-রাধানগর, ইউপি-ছৈলা আফজলাবাদ।১৩। জয়নুল আবেদীন (১৮), পিতা-এশাদ আলী, সাং-জগন্নাথপুর (তেঘরী নোয়াগাঁও) ইউপি-ছৈলা আফজলাবাদ।
১৪। কামরান আহমদ (২২), পিতা-মৃত নাছির আহমদ, সাং-গোবিন্দনগর,ইউপি-গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও।
অভিযানে আরও গ্রেফতার হন—মামলা নং-২২(৫)২০২৫, ধারা-৩০২/২৪ পেনাল কোড এর আসামী রেদওয়ান হোসেন ওরফে রেদওয়ান আহমদ (২৩), পিতা-ফরিজ মিয়া, সাং-দিঘলী রেরাজপুর,থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।

মামলা নং-২০(৮)২০২৫, জিআর-২৪২ এর আসামী শ্রী সুবাস দাস (১৯), পিতা-শ্রী সুনীল দাস, সাং-সুলতানপুর (শেতাবগঞ্জ), থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর, বর্তমানে দক্ষিণ বাগবাড়ি (পল্টুর বাড়ির ভাড়াটিয়া)।
এবং মোঃ জাহাঙ্গীর আলম ওরফে রফিক (৩১), পিতা-মোঃ তাজুদ আলী, সাং-জোড়াপানি, বর্তমানে বাগবাড়ি (চাঁদনীঘাট), অদুদ চেয়ারম্যানের ভাড়াটিয়া।
সিআর-২৬৩২/২৪ (কোতয়ালী) এর আসামী মোঃ লালন মিয়া (৩৮), পিতা-মোঃ আব্দুল গফফার, প্রোঃ-ছাতক লাইব্রেরী, সাং-ছাতক বাজার মন্ডলীভোগ,ডাকঘর-ছাতক-৩০৮০, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।