নিউজ ডেস্ক: আইপিএলের আগামী আসরে সাকিব ছাড়া আরো কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ক্রিকট্রেকার নামের ভারতীয় একটি অনলাইন পোর্টাল।
ক্রিকট্রেকার প্রতিবেদনে বলছে, আইপিএলের আগামী আসরের নিলামে দেখা যেতে পারে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রুবেল হোসেন, সৌম্য সরকার আর মুস্তাফিজুর রহমানকে।
ভারতীয় ওই ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এরই মধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের এই পাঁচ ক্রিকেটারকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এখন আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই পাঁচ ক্রিকেটারের নাম চাইতে পারে বলে ওই খবরে বলা হয়েছে।
বিশ্বকাপে ওই পাঁচ বাংলাদেশির ফর্ম এবং তারপর ঘরের মাঠে পাকিস্তান আর ভারত সিরিজে তাদের ধারাবাহিকতায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহ দেখাচ্ছে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।