Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

নিজস্ব প্রতিবেদক: কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করতে সুনির্দিষ্ট বিধান রেখে খুলনা কৃষি বিশ্ববিদ্যাল বিল পাস হয়েছে। বিলটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০১৫ নামে অভিহিত করা হয়েছে। রোববার দুপুরে জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

download
জাতীয় পার্টির এমএ হান্নান, নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ওমর, ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, মাহজাবিন মোরশেদ, স্বতন্ত্র সদস্য হাজি মো. সেলিম ও আবদুল মতিন উত্থাপিত বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। পরে ডেপুটি স্পিকার বিলটি পাসের জন্য কণ্ঠ ভোটে দিলে তা সর্বসম্মতভাবে পাস হয়।

কৃষি ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা, সমতা অর্জন ও জাতীয় পর্যায়ে কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করতে সুনির্দিষ্ট বিধানসহ খুলনা কৃষি বিশ্ববিদ্যলয় স্থাপনের বিধান করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করেন, পরে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
পাসকৃত বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় স্থাপন, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, সিন্ডিকেট ও কাউন্সিল সদস্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, শিক্ষাদান, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, ভাইস-চ্যানেসলর, প্রো ভাইস-চ্যান্সেলরসহ কর্মকর্তা নিয়োগ এবং ক্ষমতা ও দায়িত্বসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
বিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, বিভাগ, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, বাছাই কমিটি, পাঠক্রম কমিটি, ছাত্র শৃঙ্খলা কমিটি ও সংবিধান অনুযায়ী অন্যান্য কর্তৃপক্ষ গঠনের বিধান করা হয়। বিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে ২৪ সদস্যের সিন্ডিকেট গঠনের সভা, ক্ষমতা ও দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের তহবিল, ট্রাস্টি বোর্ডসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।