Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪ : ২৭ আগস্ট ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শব্দকলার আয়োজনে আলোচনাসভা, কবিতা পাঠ ও গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ শরীফ উদ্দিন, কবি শিরীন শরীফ, কবি ও গবেষক ড. রুমী শাইলা শারমিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম নিছক শিল্পবোধের কবি ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের কবি, মানবতার কবি, জাগরণের কবি, দ্রোহের কবি, সর্বোপরি স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার কবি। তাঁর লেখনি যেমন মুটে মজুর থেকে শুরু করে সমস্ত নির্যাতিত মানুষকে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, তেমনি অন্যায় অসত্য, অত্যাচার ও জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করার মূলমন্ত্রে উজ্জীবিত করেছে। এজন্য দেশের বর্তমান সংকট থেকে উত্তোরণের জন্য নজরুল দ্রোহের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে নজরুলের কবিতা পাঠ করেন আসাদ বাবু, রুহুল আমিন, আবু সাঈদ, শাহজাহান আলী ও কবি জাহিদ উজ জামান প্রমুখ।

নজরুলের একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মুনতাসির মুবিন নাশিত।