Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bajrapathbklঠাকুরগাঁও, সোমবার, ৩১ আগস্ট ২০১৫ : ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মারা গেছে ২ জন। আহত হয়েছে ২ জন। রোববার বেলা ১২ টার দিকে মুসলধারে বৃষ্টির সময় জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর শাহাপাড়ার এলাকার আশরাফুল মাছ ধরা সময় বজ্রপাত হলে মারা যায়। এদিকে হরিপুর উপজেলার কান্দাল গ্রামে বজ্রপাতে মারা গেছে রিয়াজুল (৩০) নামে আরো এক ব্যক্তি। একই সময়ে বজ্রপাতে আহত হয়েছেন পীরগঞ্জ উপজেলা ভেলাতৈড়ে গ্রামের সিরাজুল ইসলাম (৩৫) ও সিন্দাগড় গ্রামের আশোবালা(৪০)। উভয়কে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।