Mon. Oct 13th, 2025
Advertisements

58 সোমবার, ৩১ আগস্ট ২০১৫
দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন (নিক) সচিবালয়ে সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছে এই হিসাব জমা দেয় দলটির তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।

হিসাব জমা দিয়ে বের হয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘এ বছর আমাদের আয় হয়েছে নয় কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ৬৫৩ টাকা। ব্যয় হয়েছে, তিন কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।’

তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে আরো ছিলেন আওয়ামী লীগের নির্বাচনী উপকমিটির সদস্য রিয়াজুল কবীর কাওসার ও সুপ্রিম কোর্ট আওয়ামী আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ।