Fri. Sep 19th, 2025
Advertisements

60 সোমবার, ৩১ আগস্ট ২০১৫
সোমবার রাত থেকে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। তবে শুরু হওয়ার ঠিক আগে অনেকখানি রং হারালো বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। চোটের কারণে এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না রুশ তারকা মারিয়া শারাপোভা।

গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হারের পর আর কোর্টে দেখা যায়নি শারাপোভাকে। আগস্টে অংশ নেননি টরন্টো আর সিনসিনাটি মাস্টার্সে। ডান পায়ের চোটের কারণে খেলতে পারছেন না ইউএস ওপেনেও। দুঃখজনক খবরটি জানিয়ে টুইটারে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি এ বছরের ইউএস ওপেনে অংশ নিতে পারছি না। টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করার সব চেষ্টাই করেছিলাম। কিন্তু সময়টা যথেষ্ট ছিল না আমার জন্য। আশা করি, বছরটা সুস্থ-সবলভাবে শেষ করতে পারব।’

গত তিন বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন শারাপোভা। তাঁর অনুপস্থিতি কপাল খুলে দিয়েছে আরেক রুশ দারিয়া কাসাতকিনার। শারাপোভার জায়গায় ইউএস ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।