Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৭ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।
মির্জা ফখরুল চিকিৎসার জন্য বিদেশে থাকায় আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলাটি করে। ২০১৪ সালের ২৮ ফেব্র“য়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।