Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61 বুধবার, ২ সেপ্টেম্বর ২০১
ব্রোকেন ফ্যামিলির ছেলে অর্ণবের ধ্যানজ্ঞান হল গান। হঠাৎ তার চেয়ে ৭ বছরের বড় ফারিয়ার প্রেমে পড়ে যান। পাগলের মতো ভালবাসে তাকে, কিন্তু ফারিয়া সবসময়ই অর্ণবকে ছোট ভাইয়ের মতো দেখে। একদিন সে অর্ণবকে জানায়, আজ তার বিয়ে, যদি চাও বিয়েতে আসতে পার।

অর্ণব প্রথমে যেতে না চাইলেও পরবর্তীতে যায়। ফারিয়ার বরের সঙ্গে পরিচিত হয়ে অর্ণব হতবাক। কারণ আর কিছুই নয়, তার বাবাই হলেন ফারিয়ার বর। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘উচাটন মন’।

আর্থিক সজীবের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মনির খান শিমুল, তাজিন আহমেদ, ঈশানা, বাপ্পি আশরাফ প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে।