শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওমর খাঁ (৩৫) ও কামাল হোসেন (৪৭) নামে ২ ডাকাত নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত ভোর রাতে উপজেলার পূর্ব পাট্টা এলাকায়এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পাংশা থানার সাব-ইন্সপেক্টর হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বন্ধুকযুদ্ধে নিহত ওমর খাঁ (৩৫) এর বাড়ী চৌ-বাড়িয়া এলাকায়। তার পিতার নাম জলিল খাঁ। খুন ও ডাকাতিসহ তার নামে মোট ৪টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, নিহত ডাকাত কামাল হোসেনের বাড়ি বিল নিহারী গ্রামে। তার পিতার নাম জিয়ারত মন্ডল। কামালের নামে ৫টি মামলা রয়েছে। এছাড়াও তিনি পাংশা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হত্যা মামলার এক নম্বর আসামী।