শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে বখাটে যুবকের চড় মারার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় জেলাসহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা কয়েকজন ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি ছেলে এক ছাত্রীর বাহুতে হাত দিয়ে তার পথ রোধ করে দাঁড়ায়। এর পর ছেলেটি মেয়েকে গালাগাল করতে করতে তার গালে বেশ কয়েকটি চড় মারে। ভিডিওচিত্রের শেষের দিকে দেখা যায়, ছেলেটি মেয়েটিকে মারধরের হুমকি দিতে দিতে চলে যাচ্ছে।
এ সময় ছেলেটির এক বন্ধু মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। এর পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ছেলেটির বন্ধু ফেসবুকে এ ভিডিওচিত্র আপলোড করে। ভিডিওচিত্রটি আপলোড করার পর দেশজুড়ে তা চাঞ্চল্যের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছেলেটিকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
উত্ত্যক্তের শিকার মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে একই এলাকার রুহুল আমিন (১৫) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে কয়েকবার রুহুল আমিনের পরিবারের কাছে নালিশ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।’
মেয়েটির মা বলেন, ‘দীর্ঘদিন ধরে রুহুল আমিন আমার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে বিরক্ত করত। এ নিয়ে বেশ কয়েকবার রুহুল আমিনের বাবা ও মামার কাছে বিচার দিয়েছি। তার পরিবার তাকে সতর্ক করার পরও এই উত্ত্যক্ত করা থামেনি। এ ছাড়া আমার মোবাইল ফোনে অশ্লীল বার্তা দিয়ে ও বারবার কল দিয়ে বিরক্ত করত রুহুল আমিন।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের ধরতে অভিযান চলছে। তবে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।