Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
প্রিমিয়াম বৈশিষ্ট্যপূর্ণ সবচেয়ে স্লিম গ্যালাক্সি ফোন স্যামসাং গ্যালাক্সি এ৮ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এ৮-এর উদ্বোধন করা হয়েছে। গ্যালাক্সি এ৮ দিচ্ছে অসাধারণ পারফরমেন্স, স্টাইল এবং কাটিং এজ্ প্রযুক্তি।

স্যামসাং মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ৮ ডিজাইন ও স্টাইলের অপূর্ব সমন্বয় রয়েছে। এতে আছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫.৭ ইঞ্চির সুপার এ্যামোলেড ডিসপ্লে ও মেটাল বডি।

সবচেয়ে স্লিম গ্যালাক্সি, ৫.৯ মিলিমিটার পূরু এই ফোনটি সরু বেজেল সংবলিত স্ক্রিন ব্যবহারকারীকে দিবে সম্পূর্ণ আবিষ্ট দেখার অভিজ্ঞতা। গ্রাহকদের জন্য এই এলটিই ডিভাইসটিতে স্টাইল ও কার্যক্ষমতার ব্যতিক্রমধর্মী মিশ্রণ রয়েছে।

স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, ‘এ সিরিজ উদ্বোধনের সময় আমরা সর্বশেষ চমকপ্রদ ডিজাইনের প্রতিশ্র“তি দিয়েছিলাম। সেই প্রতিজ্ঞানুযায়ী আমরা গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনীকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করছি। আমরা গ্যালাক্সি পরিবারের সর্বশেষ সদস্যকে নিয়ে খুবই আশাবাদী। বর্তমানে গ্রাহকেরা স্টাইলিশ মোবাইল ফোন চায় যা তাদের অন্য সবার থেকে অনন্য করবে। গ্যালাক্সি এ৮ গ্রাহকের আকাক্সক্ষা এবং মুগ্ধতাকে প্রাধান্য দিয়ে চমকপ্রদ ডিজাইন এবং অনবদ্য কর্মক্ষমতার সমন্বয়ে তৈরি করা হয়েছে।’

গ্যালাক্সি এ৮ ইনভাইটস এনভি

স্যামসাং গ্যালাক্সি এ৮ আধুনিক ও তরুণ গ্রাহকদের জন্য উপযুক্ত ডিভাইস, যারা পারফরমেন্সের পাশাপাশি প্রিমিয়াম লুককে প্রাধান্য দেয়। প্রাণবন্ত এবং বিচিত্রময় দেখার অভিজ্ঞতা দিতে ডিভাইসটিতে আছে ৫.৭ ইঞ্চির সম্পূর্ণ এইচডি সুপার এ্যামোলেড ও অ্যাডাপ্টিভ ডিসপ্লে প্রযুক্তি।

এখন পর্যন্ত ৫.৯ মিলিমিটারের গ্যালাক্সি এ৮ হচ্ছে সবচেয়ে স্লিম স্মার্টফোন। গ্রাহকদের বেজেল লেস দেখার সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটিতে আছে ইউনি-বডি বিল্ড ও সফিস্টিকেটেড কাট মেটাল ফ্রেম সমৃদ্ধ প্রিমিয়াম ডিজাইন।

স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখা

গ্যালাক্সি এ৮ একটি চমৎকার শ্যুটার। গ্যালাক্সি এ৮ দিচ্ছে সেরা ফটোগ্রাফি অভিজ্ঞতা। এতে আছে ১৬ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্বল্প আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরাতে আছে রিয়েল টাইম এইচডিআর এবং এফ ১.৯ লেন্স। রিয়ার ক্যামেরায় দারুণ সেলফি তোলার জন্য আছে ফেস ডিটেকশন অ্যালার্ম।

৫ মেগাপিক্সেল রেজ্যুলেশনের এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা ১২০ ডিগ্রি ওয়াইড এ্যাঙ্গেলের সেলফি তোলার জন্য উপযুক্ত। স্মার্টফোনটিতে এ্যাডভান্সড সেলফি এর পাশাপাশি আল্ট্রা ওয়াইড শট, জিআইএফ শুটিং মোড এবং অটো সেলফি মোড-পাম ও ভয়েস সেলফি আছে। এগুলো ব্যবহারকারীকে হাই রেজ্যুলেশনে আকর্ষণীয় সেলফি তুলতে সাহায্য করবে।

দুরন্ত গতির ব্রাউজিং ও সিকিউরিটি ফিচার

নতুন ব্যবহারের অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট বিপ্লবকে এগিয়ে নিতে স্যামসাং প্রতিজ্ঞাবদ্ধ। দ্রুত গতির ইন্টারনেট প্রদানের জন্য গ্যালাক্সি এ৮-এ আছে ৬ ক্যাটাগরীর এলটিই প্রযুক্তি যা বিভিন্ন্ নেটওয়ার্কে দ্রুতগতির আপলিংক/ডাউনলিংক স্পিড দেবে।

স্যামসাং গ্যালাক্সি এ৮-এর হার্ডওয়্যারগুলো গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণে সক্ষম। স্মার্টফোনটিতে আছে ২জিবি র‌্যাম সমৃদ্ধ একটি (১.৮/১.৩) গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর যা মাল্টিপল টাস্কিংয়ের মাধ্যমে গ্রাহককে দিবে স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং মসৃণ অভিজ্ঞতা। ডিভাইসটিতে আছে ৩২ জিবির অভ্যন্তরীণ ধারণক্ষমতা যা ১২৮ জিবি পর্যন্ত বর্ধনশীল। এতে আছে ৩০৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি যা প্রতিদিন ব্যবহারের জন্য উপযোগী।

স্যামসাং ডিভাইসের ডিএনএতে নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৮-এ আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা সর্বোচ্চ নিরাপত্তা দিবে। যারা তাদের অনন্য স্টাইল প্রকাশ করতে চায়, স্যামসাং গ্যালাক্সি এ৮ তাদের জন্যই তৈরি করা হয়েছে।

মূল্য ও প্রাপ্তি

গ্রাহকদের ব্যক্তিগত স্টাইল ও পছন্দকে প্রাধান্য দিয়ে এখন গ্যালাক্সি এ৮ কালো, সাদা ও সোনালি রঙে পাওয়া যাচ্ছে।

গ্যালাক্সি এ৮ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ৪৪ হাজার ৯০০ টাকায়। সঙ্গে থাকছে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।