শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
কন্ডমের বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ বেকায়দায় আছেন সানি লিওন। বলা হচ্ছে, এ বিজ্ঞাপনের কারণে নাকি ভারতে ধর্ষণ বাড়ছে। এ দুঃসময়ে সানির পক্ষ নিলেন ‘ধড়কান’ তারকা শিল্পা শেঠি।
তিনি জানান, সবাই সানিকে নিয়ে একইরকম ভাবছে মনে করা এক ধরনের মূর্খতা। সবখানেই এমন বিতর্ক আছে, কিন্তু যখন এ সব বিষয়কে বেশি পাত্তা দেওয়া হয়, তখন মূর্খতা বলা ছাড়া উপায় থাকে না।
শিল্পা আরও জানান, হাতের পাঁচ আঙ্গুল আলাদা হবেই। কিন্তু এটা নিয়েই দুনিয়া। তাই উচিত সব কিছু ইতিবাচকভাবে দেখা।
সম্প্রতি সিপিআই নেতা অতুল কুমার অঞ্জন ভারতে ধর্ষণ বাড়ার জন্য সানি লিওনের কন্ডমের বিজ্ঞাপনকে প্রশ্নবিদ্ধ করেন। তার মতে, এটি শুধু তরুণদের বিপদগামীই করছে না, ভালোবাসাকে শরীর সর্বস্ব ব্যাপার হিসেবে চিত্রিত করছে। এ বক্তব্যকে অনেকেই সমর্থন করেছেন।
২০১২ সালে ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সাবেক পর্নো তারকা সানি লিওনের। এ দিকে আইপিএল ক্লাব ও ব্যবসার কারণে বেশ কয়েকবছর ধরে বলিউডে অনুপস্থিত শিল্পা শেঠি। তিনি রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার’-এ বর্ণবাদী আক্রমণের কারণে আলোচিত হন। এ ছাড়া এক অনুষ্ঠানে হলিউড তারকা রিচার্ড গ্যারে তাকে চুমু দিলে বিতর্কে পড়েন।
শিল্পা মনে করেন, সেলিব্রেটিরা হাঁসের মতো। তাই তাদের কোনো অভিযোগই আমলে নেওয়া উচিত নয়। হাঁসের মতো ঝেড়ে ফেলতে হবে।