শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এ ঘটনায় সন্দেভাজন হিসাবে এস এম নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ইমিগ্রেশনের টয়লেট থেকে এসব সোনা জব্দ করা হয়।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশনের টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় এস এম নুরুল ইসলাম নামে একজনকে টয়লেটের আশেপাশে ঘুরাঘুরি করায় তাকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সোনার সঙ্গে তার কোন ধরনের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে আটককৃত এস এম নুরুল ইসলাম নিজেকেএস এম ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দাবি করেছেন বলে জানান তিনি। উদ্ধারকৃত সোনার বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক।
অপরিদেকে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি সোনা জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।