রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফরকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে আবু জাফর রায়রা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ওয়াপদা গেটের সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ