Mon. Sep 15th, 2025
Advertisements

21রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে বিএনপির নেতাকর্মীরা এই মিছিল করে। লাঠিচার্জের পর পুলিশ তিন নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

গত গত ২ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোটের পক্ষে প্রথমে শনিবার ও পরে হিন্দুদের জন্মাষ্টমী থাকায় তা পরিবর্তন করে রবিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।