Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫সম্প্রতি দেশের বাজারে এমএসআই ব্র্যান্ডের ষষ্ঠ প্রজন্মের জেড ১৭০ সিরিজের নতুন মাদারবোর্ড উন্মুক্ত করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ইউসিসি।

গত বুধবার আনুষ্ঠানিকভাবে এ মাদারবোর্ড উন্মুক্ত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং এবং সেলস স্পেশালিস্ট কেন সাং। অনুষ্ঠানে ইউসিসির কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন এমএসআই ব্র্যান্ডের পণ্য বিক্রেতা ও গেমিং দল রেড ভাইপারসের সদস্যরা।

ইউসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মাদারবোর্ডে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। এতে যে চারটি র্যাম স্লট আছে তাতে ডিডিআর ৪ র্যাম সমর্থন করে। সর্বাধুনিক প্রযুক্তির এই মাদারবোর্ড ফিচার হিসেবে রয়েছে ওসি জিনি ক্লিক, বায়স ৪, কিলার ই২৪০০ গেমিং নেটওয়াকিং, অডিও বুস্ট ২, সাউন্ড, ইউএসবি ৩.১ এবং সাটা ৮ সমর্থন করার সুবিধা।

এমএসআইয়ের নতুন এই মাদারবোর্ডগুলো দাম ১৭ হাজার ৮০০ থেকে ২৫ হাজার ৪০০ টাকার মধ্যে।