রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৫ : বর্তমানে দিনকাল ভাল যাচ্ছে না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। কারণ, নির্বাচনের পাঁয়তারা করছেন। এজন্য মাথা গরম বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আলোচনা সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখনো জঙ্গিবাদীরা আত্মসমর্পন করেনি। এজন্য আরেকটি ১৬ ডিসেম্বর দরকার। শেখ হাসিনা কমান্ডার হয়ে যে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তাতে বিজয়ী হলে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো।’ তিনি বলেন, ‘এ বিজয়কে এমনভাবে গড়তে হবে যেনো কোনদিন আর ১৫ আগস্ট, ২১ আগস্ট না হয়।’
তিনি বলেন, ‘যুদ্ধের শেষ পর্ব এখন। এ যুদ্ধের নিষ্পত্তি প্রয়োজন। এতে কোনো মিটমাট নাই। কারণ এটিই হবে শেষ যুদ্ধ। এতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি কিংবা ওরা ধ্বংস হতে পারে। তবে এ পর্যন্ত আমরা এগিয়ে আছি।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া আত্মসমর্পন করলে যুদ্ধ শেষ হয়ে যাবে। না হলে এর আগেই তিনি ধ্বংস হয়ে যাবেন। খালেদা জিয়াও তা বুঝেই শেষ চেষ্টা করছেন। তিনি পিছু হটে দম ফেলার চেষ্টা করছেন। কিন্তু খালেদা জিয়া মাফ চাইলেও মাফ পাবে না। কারণ ২১ আগস্টের খুনিদের মাফ করার অধিকার শেখ হাসিনাও রাখেন না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আর্কাইভ-৭১ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।