খোলাবাজার : বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুক রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
দলের গঠনতন্ত্রের ১৭ (ক) (গ) ধারা মোতাবেক তাদেরকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান কিডনী-লিভারসহ বিভিন্ন জটিলতায় এবং মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী গত ৩০ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতে গণমাধ্যমে লেবার পার্টির প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খোলাবাজার/জিএম/০৬-০৯-২০১৫