সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : দুই দফা রিমান্ডের পর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ‘সদস্য’ এবং পলাতক নেতার বাড়ির দুই তত্ত্বাবধায়কের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা ১১টায় রাঙামাটির অতিরিক্ত বিচারিক হাকিম সাবরিনা আলী এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের রিমান্ডে যাওয়া তিনজন হলেন আরাকান আর্মির ‘সদস্য’ অং নং ইয়াং রাখাইন, পলাতক একই সংগঠনের নেতা ডা. রেনিন সোর বাড়ির দুই তত্ত্বাবধায়ক মং চু অং মারমা ও যশো অং মারমা।
এর আগে তিনজনকে আদালতে হাজির করে সন্ত্রাস দমন আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে দায়ের করা দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের মামলায় আসামিদের পাঁচ কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল রোববারও দুই তত্ত্বাবধায়ককে একই আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়ে আজ শুনানির দিন নির্ধারণ করেছিলেন।
গত ২৭ আগস্ট রাঙামাটির রাজস্থলী উপজেলার তাংতংপাড়া কলেজ রোডের আরাকান আর্মির ‘নেতা’ রেনিন সো-এর বাড়ি থেকে অং নং ইয়ং রাখাইনকে আটক করে যৌথ বাহিনী। এই সময় তার কাছ থেকে ঘোড়া, মোটরসাইকেল, ল্যাপটপ, ক্যামেরা, আরাকান আর্মির পোশাক জব্দ করা হয়। এর একদিন পর ২৮ আগস্ট একই উপজেলা থেকে বাড়িটির দুই তত্ত্বাবধায়ককে আটক করে পুলিশ। এই ঘটনায় রাজস্থলী থানায় দুটি মামলা করা হলে গত ৩০ আগস্ট তিন আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ঘটনায় দায়ের করা মামলাগুলোর আরেক আসামি ডা. রেনিন সো পলাতক।
গত ৩ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অং নং রাখাইন।