সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : সম্প্রতি যুক্তরাষ্ট্রের দাম্পত্য বিষয়ক এক পরামর্শক এ পরামর্শ দিচ্ছেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য তাঁর এ পরামর্শ। গতকাল দ্য ইন্ডিপেনডেন্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কভিত্তিক পরামর্শক ইয়ান কারনার ফেসবুক নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, অল্প কিছুদিনের জন্য ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব দেখতে পান। তাই এই বিষয়টি নিয়ে অন্য দম্পতিদের সম্পর্ক জোরদার করার জন্য পরামর্শ দিচ্ছেন তিনি।
অবশ্য কারনার তাঁর উপদেশ বিলি করলে কী হবে, বর্তমানে ফেসবুক ব্যবহারকারী ১৪০ কোটি ছাড়িয়ে গেছে। সম্প্রতি প্রতিদিন ১০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করার তথ্যও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এখন অনেক বেশি মানুষ অনলাইন জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। অবশ্য কারনার দাবি করেন, ফেসবুক যদিও সঙ্গীর জীবন সম্পর্কিত নিয়মিত হালনাগাদ তথ্য জানিয়ে সঙ্গীকে কাছে পাওয়ার অনুভূতি জাগায়, কিন্তু জীবনে কিছু রহস্য রেখে দেওয়াটাও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের এই থেরাপিস্টের মতে, ‘সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু একটা আছে, যাতে আপনি কিছুটা অজ্ঞতা আর কিছুটা অপ্রত্যাশিত বিষয় আশা করতে পারেন।’