Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : সাধারণত ব্যাটারি চালিত গাড়ি ধীরে চলে। এটাই আমরা জানি। কিন্তু এমন এক মোটর বাইকের উদ্ভাবন করা হয়েছে যা ইলেক্ট্রনিক গাড়ির চেয়েও বেশি গতিশীল। কারিগরি দিক থেকে উন্নত প্রযুক্তির এবং দক্ষ মোটরবাইক বলা যায়।

জোহাম্মার নামের একটি কোম্পানি এই মোটরসাইকেলটি তৈরি করেছে। নাম দেয়া হয়েছে জে ওয়ান বা জোহাম্মার ওয়ান। এর গতিবেশ ঘন্টায় ২শ কিলোমিটার এবং একবার ব্যাটারি চার্জ দিলেই এই পথ অতিক্রম করা সম্ভব।

পরিবেশ বান্ধব এই মোটর সাইকেলে ব্যবহূত হয় লিথন আয়ন ব্যাটারি। বাইরের নকশা খুবই আকর্ষণীয়। আছে ২ দশমিক ৪ ইঞ্চি কালার ডিসপ্লে। এর শরীরে লাগানো আছে ১১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রিক মোটর। উন্নত সব প্রযুক্তি থাকলেও দাম কিন্তু খুব বেশি নয়। মাত্র ৩২ হাজার মার্কিন ডলারে পাওয়া যাবে এই মোটরবাইকটি।