সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
ধীরে ধীরে’ মিউজিক ভিডিওর পর এবার ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন হৃত্বিক রোশন-সোনম কাপুর। আহমেদ খান পরিচালিত গানটির দর্শকপ্রিয়তায় উজ্জীবিত হয়েই একাজে হাত দিচ্ছে টি-সিরিজ কর্তৃপক্ষ।
নব্বইয়ের দশকের বিখ্যাত ছবি ‘আশিকি’র ধীরে ধীরে গানটি রিমেক করেছেন হানি সিং। ছবির প্রযোজক গুলশান কুমারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে তারই ছেলে ভূষণ কুমার এমন উদ্যোগ নেন। গানটিতে ২৫ বছর আগের রাহুল রায়-অনু আগরওয়াল জুটির সেই আবেগময় রসায়ন তারা কতটা ফুটিয়ে তোলতে পেরেছেন তা অবশ্য দর্শকরাই ভাল বলতে পারবেন।
মাত্র পাঁচদিন আগে গানটি ইউটিউবে আপলোড ভিডিওটিতে এরইমধ্যে ৯০ লাখের বেশি হিট হয়েছে। তাই হৃত্বিক-সোনম জুটির দর্শকপ্রিয়তা নিয়ে সন্দেহ নেই টি-সিরজের।
অবশ্য এ বিষয়ে হৃত্বিক এখনো কোনো মন্তব্য করেননি। তবে সোনম কাপুর যে ‘এক পায়ে খাঁড়া’ তা জানিয়ে দিয়েছেন।
ছবিতে হৃত্বিকের সঙ্গে জুটি প্রসঙ্গে সরাসরিই উত্তর দিলেন অনিল কাপুর তনয়। সোনম বলেন, ‘আমি মনে করি মিউজিক ভিডিওটি হৃত্বিকের সঙ্গে আমাকে ছবি করার সুযোগ করে দিবে। ছবি করতে হলে অনেক সমস্যা ও সম্ভাবনার কথা মাথায় রাখতে হয়। তবে ‘ধীরে ধীরে’তে কাজ করে হৃত্বিক-আমি দুজনই খুশি।’
গানটির সফলতায় অবশ্য বেশ কিছু অর্থও ঢুকেছে টি-সিরিজের পকেটে। অথচ মিউজিক ভিডিওটির জন্য বিনা পারিশ্রমিকে কাজ করেছেন হৃত্বিক-সোনম! হৃত্বিক কীভাবে রাজি হয়েছেন তা জানা না গেলেও সোনম তাতে আগ্রহীই ছিলেন।
এ বিষয়ে সোনম বলেন, ‘ভূষণ তার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মিউজিক ভিডিওটি করতে চাচ্ছে শুনে আমি নিজেই তাকে কাজ করার কথা বলি। আমি আর বাবা (অনিল কাপুর) অনেক আগে থেকেই তাকে চিনতাম। ভূষণের বোন তুলসি আমার স্কুলফ্রেন্ড। এককথায় তাদের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। আমি বলার পর তাই ভূষণ আর দ্বিতীয়বার জিজ্ঞেস করেনি; কারণ এতে পারিশ্রমকের কোনো বিষয় ছিল না। আমি আনন্দিত যে ভূষণ আমাকে এমন একটি কাজ করার সুযোগ দিয়েছে যার সঙ্গে তার বাবা জড়িয়ে আছেন।’
হৃত্বিকের সঙ্গে অভিনয়ের অনুভূতি প্রসঙ্গেও কথা বলেছেন সোনম কাপুর। তিনি বলেন, ‘হৃত্বিক দেখতে অনেক সুন্দর। তার সঙ্গে রোমান্স করার সুযোগ পেলে যেকোনো মেয়েই আনন্দে আত্মহারা হবে। তাছাড়া হৃত্বিক-আমি জুটিও খুব ভাগ্যবান। তার সঙ্গে আমার একটি বিজ্ঞাপন খুব জনপ্রিয় হয়েছিল।’ এমন মুগ্ধতা যার প্রতি সেই হৃত্বিকের সঙ্গে জুটিবদ্ধ হতে আগ্রহী হতেই পারেন সোনম কাপুর।