Sun. Oct 26th, 2025
Advertisements

61 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের হিসাব-বিবরণীতে তথ্য গোপনের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই মামলায় নাজমুল হুদার করা আপিলটির ওপর হাইকোর্টে পুনঃশুনানির জন্য পাঠানো হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালতে নাজমুল হুদা নিজের পক্ষে শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৭ সালের ১১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করে দুদক। একই বছরের ১৮ নভেম্বর অভিযোগপত্র দেয়া হয়। ২০০৮ সালের ৩ এপ্রিল বিচারিক আদালত আসামিকে ১২ বছরের কারাদ­াদেশ দেন। এছাড়া এক কোটি টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

পরে এই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা হাইকোর্টে আপিল করেন। তার আপিলের শুনানি নিয়ে ২০১০ সালের ১৮ আগস্ট হাইকোর্ট তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে। আপিল বিভাগ সোমবার দুদকের লিভ টু আপিলের নিষ্পত্তি করে হাইকোর্টের ওই রায় বাতিল করেছেন। একই সঙ্গে মামলাটি হাইকোর্টে আবার শুনানির নির্দেশ দিয়েছেন।