Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7ঝালকাঠিতে বাবাকে মারধর ও হত্যার হুমকির মামলায় র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের এক সদস্যকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মামলার আসামি র‌্যাব ৪-এর নায়েক মো. এচাহাক হাওলাদারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রুবাইয়া আমেনা।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আকন খোকন ও আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু জানান, মো. এচাহাক হাওলাদার ঢাকার মিরপুর র‌্যাব-৪ এর নায়েক পদে কর্মরত রয়েছেন। তিনি নলছিটি উপজেলার ভরতকাঠী গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে। তাঁর বাবার দায়ের করা একটি মামলায় এচাহাক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

আবদুল বারেক হাওলাদার জানান, তাঁর ছেলে এচাহাক চার শতাংশ জমি প্রতারণার মাধ্যমে হেবানামায় ৬৪ শতাংশ লিখিয়ে নেন। এ ব্যাপারে তিনি আদালতে সংশোধনী আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এচাহাক হাওলাদার তাঁকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি মামলা করেন।