Wed. Sep 17th, 2025
Advertisements

2মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫ : সিঙ্গাপুরে চিকিৎসাধীন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে ৩ সেপ্টেম্বর ভোরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।

মন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে মাইদুল ইসলাম বলেন, লাইফ সাপোর্টে থাকা মন্ত্রীর অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশাবাদী।

মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ও ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে মেয়ের সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা মাইদুল।