Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: নিজ দলের সাবেক সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা হিসেবে গাড়ি নেওয়ার মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

নাজমুল হুদার আপিলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞাঁর একক বেঞ্চ এ রায় দেন।

এ মামলায় ২০০৮ সালের ১২ জুন ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবু মোহসীনের আদালত নাজমুল হুদাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ওই মামলার অপর আসামি ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত।

নাজমুল হুদার খালাসের রায়ের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার মোদাররেস এলাহী তিরু।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২৭ ফেব্র“য়ারি বগুড়ার সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ ঢাকায় নাজমুল হুদার ধানমণ্ডির বাসায় গেলে হুদা তার পত্রিকা ‘খবরের অন্তরালের’ জন্য সিরাজের কাছে দু’টি গাড়ি চাঁদা হিসেবে দেওয়ার দাবি জানান। সিরাজ প্রথমে চাঁদা হিসেবে গাড়ি দিতে অস্বীকৃতি জানান।

কিন্তু পরে তাকে বাধ্য করা হলে তিনি ওই বছরের ২৭ ফেব্র“য়ারি উত্তরা মোটরস থেকে একটি ৮শ’সিসি মারুতি গাড়ি কিনে হুদাকে দেন।

২০০৭ সালের ২৯ জুলাই ধানমণ্ডি থানায় নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন জিএম সিরাজ।