Fri. Sep 19th, 2025
Advertisements

37 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
সানি লিওনকে নিয়ে যতই বিতর্ক থাকুক, বলিউড বক্স অফিসের জন্য তিনি আশীর্বাদ। এখন পর্যন্ত তাঁর কোনো ছবি ফ্লপ হয়নি, অন্তত পুঁজি তুলে আনতে পেরেছে সবগুলো ছবিই। সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের এরই মধ্যে টুকটাক অভিনয়ের চেষ্টা করলেও তাঁদের দুজনেরই ইচ্ছা ছিল, নিজেদের প্রোডাকশন হাউসের মাধ্যমে ছবি প্রযোজনা করার।

এবার তাঁদের সে স্বপ্ন পূরণ হতে চলেছে। সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের প্রযোজনা সংস্থার নাম ‘সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট’। এই প্রযোজনা সংস্থা থেকেই আসবে সানি লিওনের পরবর্তী ছবি। নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবিতে সুপারওম্যানের চরিত্রে দেখা যাবে সানিকে। আর তার জন্যই প্রস্তুতি চলছে জোরেশোরে। এ খবর জানিয়েছে বলিউড হাঙ্গামা।

নিজের চরিত্র সম্পর্কে সানি লিওন বলেন, ‘প্রথমে আমরা ভাবছি সুপারহিরোইনের পোশাক নিয়ে। এমন কিছু নিয়ে আসতে চাই, যেটা মানুষের মনে থাকবে। হতে পারে সেটা রঙিন কোনো হাতাবিহীন কোট।’

তবে এখনো গল্প নিয়েই তাঁদের মূল ভাবনা, ‘গল্পটা নিয়ে আমরা ভাবছি। সুপারওম্যানের পরিচয় বা সে কোথা থেকে আসবে এবং তার কী কী শক্তি থাকবে, সেগুলো গুছিয়ে আনতে চেষ্টা করছি। ছবির সঙ্গে সঙ্গে আমরা একটি কমিকস সিরিজও ছাড়ব।’

ড্যানিয়েল ওয়েবার জানিয়েছেন, “কানাডিয়ান কমিক সিরিজ ‘হোয়্যার ইজ ওয়ালডো?’ অবলম্বনে তৈরি করা হতে পারে সানির চরিত্রটি।”

সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী দেভাং ঢোলাকিয়া বলেছেন, ‘সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে কাজ করা বেশ আনন্দের। আর প্রজেক্টটিও একেবারে নতুন। তাই আমরা সবাই এটা নিয়ে খুব উৎসাহী। এর পাশাপাশি আরো কিছু কাজের পরিকল্পনাও করছি আমরা