খোলাবাজার প্রতিবেদক ঃ ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরীর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র পিতা মো. আবু সালেক বাহাদুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জোট নেতারা।
মো. আবু সালেক বাহাদুর মঙ্গলবার দিবাগত রাত ১টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদনিয়া বাহাদুরবাড়ীর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় জোট নেতারা মরহুম মো. আবু সালেক বাহাদুরের রুহের মাগফরোত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবিবৃতি প্রদানকারী জোট নেতারা হলেন- বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান ও মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।
এদিকে, মো. আবু সালেক বাহাদুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা ও মহাসচিব রফিকুল ইসলাম। একইসঙ্গে তারা শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জানান।
এছাড়া আরো শোক প্রকাশ করেছেন- বাংলাদশে ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন; বিপ্লবী শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক মো. আবদুল কাইয়ূম মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কাউছারী; ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ আহ্বায়ক মতিয়ারা চৌধুরী মিনু ও সদস্য সচিব সোলায়মান সোহেল; বাংলাদেশ স্বেচ্ছাসেবক ন্যাপ সদস্য সচিব আবদুল্লাহ আল-মাসুম, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
খোলাবাজার/জিএম/এমজিএম.