খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে গত বুধবার আইফোন ৬ এস ও ৬ এস প্লাস নামের দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। এতে নতুন আইফোনে নকশার দিক থেকে খুব বেশি পরিবর্তন না এলেও বেশ কিছু নতুন ফিচার এসেছে। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আগে থেকেই প্রচলিত বেশ কিছু ফিচার আইওএস ৯ অপারেটিং সিস্টেমে যুক্ত করেছে অ্যাপল। নতুন দুটি আইফোনে আইওএস ৯ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে।
থ্রিডি টাচ
নতুন আইফোনে থ্রিডি টাচ নামের প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে অ্যাপল। স্ক্রিনের ওপর বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করা যাবে এতে। যেমন-স্ক্রিনে হালকা চাপ দিলে অ্যাপ চালু হবে আবার একটু বেশি চাপ দিলে মেনু খুলবে। ১২ ইঞ্চি মাপের ম্যাকবুক ও অ্যাপল ওয়াচেও ফোর্স টাচ নামে একই রকম প্রযুক্তি আগেই এনেছে অ্যাপল। নতুন আইফোনে এ ধরনের প্রযুক্তি আনকোরা হলেও, অন্য ফোনে এ ধরনের প্রযুক্তি অন্যান্য ফোনে থেকেই আগে রয়েছে। ব্ল্যাকবেরির তৈরি স্ট্রোম ২ নামের স্মার্টফোনে শিওরপ্রেস নামের প্রযুক্তি একই রকম। অ্যাপলের আগেই চীনের হুয়াই তাদের মেট এস স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছিল।
নতুন ক্যামেরা কৌশল হিসেবে আইফোনে এসেছে লাইভ ফটো নামের একটি ফিচার। ফিচারটির কাজ হচ্ছে-ছবি তোলার জন্য শাটার বাটন ক্লিক করার আগে ও পরে কিছু অ্যাকশন ধারণ করা এবং অ্যানিমেটেড ছবি তোলা। ফোর্স টাচে এ ধরনের স্টিল ছবিগুলো অ্যানিমেটেড প্রতিক্রিয়া দেখাতে পারে। এ ফিচারটিও একেবারে আনকোরা নয়। বেশ আগে থেকেই এইচটিসি ফোনে জো নামের এই ফিচারটি রয়েছে। মাইক্রোসফটের লুমিয়া ফোনেও ‘লাইভিং ইমেজ’ নামে এ ধরনের সুবিধা রয়েছে।
ফোরকে ভিডিও ধারণ
হল মান বা ফোরকে মানের রেকর্ডিং সুবিধা যুক্ত করার অর্থ হচ্ছে ব্যবহারকারীরা ফোন দিয়ে উচ্চ রেজুলেশনে (৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল) ভিডিও ধারণ করতে পারবেন। আইফোন ৬ এস ও ৬ এস প্লাসে প্রথমবার এ সুবিধা যুক্ত হচ্ছে। স্মার্টফোনে এই প্রযুক্তিটিও একেবারে নতুন নয়। আধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে এ ফিচার এখন সহজলভ্য। সনির এক্সপেরিয়া জেড ৩, এলজি জি৩ এর মতো ফোনে ২০১৪ সাল থেকেই এ সুবিধা আছে।
প্লেব্যাক জুম
আইফোন ৬ এস ও ৬ এস প্লাসে প্লেব্যাক জুম ফিচারটি এসেছে। এটি ভিডিও চলার সময় কোনো বস্তুকে জুম করে দেখা যায়। ফিচারটি অনেক আগে থেকে অ্যান্ড্রয়েডচালিত স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ফোনে রয়েছে। থার্ড পার্টির কিছু ভিডিও অ্যাপের মাধ্যমেও এটি পাওয়া যায়। আইফোনে দরকারি ছোট একটি সংযোজন এটি।
রেটিনা ফ্ল্যাশ
নতুন আইফোনের সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত হয়েছে। এতে কোনো ফ্ল্যাশ নেই। তবে অন্ধকারে সেলফি তোলার জন্য রেটিনা ফ্ল্যাশ যুক্ত করেছে অ্যাপল। অর্থাৎ অন্ধকারে ছবি তুলতে গেলে স্ক্রিনটি অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে এবং ফ্ল্যাশের কাজ করবে। অ্যাপলের এই ফিচারটিও ধার করা। ফ্রন্ট ফ্ল্যাশ নামের অ্যাপ্লিকেশনে আগে থেকেই এ সুবিধা আছে।
হেই সিরি
পুরোনো আইফোনগুলোতে চার্জার যুক্ত থাকা অবস্থায় অ্যাপলের ভয়েস সহকারী সফটওয়্যার সিরিকে ভয়েস কমান্ড দিয়ে চালু করার সুবিধা ছিল। তবে নতুন আইফোনে এম ৯ প্রসেসর ব্যবহারের কারণে এই ফিচারটি সব সময় চালু থাকবে। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল নাউয়ের মাধ্যমে আগে থেকেই পান ব্যবহারকারীরা। এমনকি লুমিয়া ফোনেও করটানা একই রকম সুবিধা দেয়।
শক্তিশালী অ্যালুমিনিয়াম
নুতন আইফোন তৈরিতে ব্যবহার করা হয়েছে নতুন ৭০০০ সিরিজের অ্যালুমিনিয়ামের উপাদান। অ্যাপল দাবি করেছে, এই উপাদান সাধারণত মহাকাশযান তৈরিতে ব্যবহার করা হয়। আইফোনে ব্যবহৃত সবচেয়ে মজবুত উপাদান এটি। তবে শুধু অ্যাপলই ধাতব কাঠামোর ফোন তৈরি করে তা কিন্তু নয়। একই রকম উপাদান দিয়ে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ তৈরি করেছে স্যামসাং।