Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
69সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ইমনের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানবন্ধন শেষে রাস্তা অবরোধ করেন তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রান রসায়ন ও অনুজীববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ইমনের ক্ষতিপূরনসহ ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে প্রায় আধঘন্টা ধরে ঢাকা –রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় যানচলাচল বন্ধ থাকায় রাস্তার দুইপাশে ব্যাপক যানজট দেখা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের আশ্বাসের ভিত্তিতে আবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

তাদের অন্যান্য দাবি গুলো হলো, সিরাজগঞ্জে ঘটে যাওয়া দূর্ঘটনায় সুষ্টু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে, ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, দেশের সব গুরুত্বপূর্ন মহাসড়কগুলোকে চার লেন বিশিষ্ট করতে হবে, ফিটসেন বিহীন গাড়িকে মহাসড়কে চলতে দেওয়া যাবে না, যথাযথ প্রশিক্ষন ও লাইসেন্স নিশ্চিত করতে হবে, মহাসড়কগুলোর গতিসীমা কার্যকর করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা তাদের দাবির সাথে একাগ্রতা ঘোষনা করছি। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার দুপুরের দিকে ইমন শিশির পরিবহনে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। রাত ১০টার দিকে ইমন সিরাজগঞ্জে সড়ক দূঘটনায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। পরে বুধবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।