Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
73বিএনপিতে ১/১১ ষড়যন্ত্র শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘১/১১ ষড়যন্ত্রকারীদের অনেকেই দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বেকায়দায় ফেলে পদ-পদবী নিয়েছিলেন।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। স্বাধীনতা ফোরাম এ আলোচনার আয়োজন করে।
গয়েশ্বর রায় বলেন, ‘খালেদা জিয়া আজও কারামুক্ত নন। কারণ বিএনপির সিনিয়র নেতারা যদি কারাগারে বন্দি থাকেন তাহলে কিভাবে তিনি মুক্ত হন। বিএনপির সিনিয়র নেতারা যেদিন মুক্তি লাভ করবেন সেদিনই তিনি কারামুক্তি লাভ করবেন।’
বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা আর জনগণের চেতনা এক নয়। আওয়ামী লীগের সঙ্গে জনগণের মুক্তিযুদ্ধের চেতনা সাংঘর্ষিক।’
চলতি বছরের বিশাল ঘাটতি বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘বিশ্ব রেকর্ড’ করেছেন বলেও মন্তব্য করেন গয়েশ্বর। এই বাজেটে ঘাটতি পূরণ করা অসম্ভব বলে দাবি করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, হাবিবুর রহমান হাবিব, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।