খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
রোববার ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে এবারের সফরে আসছেন তিনি। এখানে পণ্যের প্রচারণায় অংশ নেবেন সুস্মিতা।
এর আগে ২০১১ সালে সর্বশেষ একটি শোরুম উদ্বোধন করতে ঢাকায় এসেছিলেন এই তারকা। এবারের সফরে তিনি রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নেবেন। মূলত তাকে এতে শো-স্টপার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজনে বাংলাদেশ ছাড়াও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা র্যাম্প মডেলও অংশ নেবেন। সুস্মিতা সেন ২০ বছর আগে বিশ্বসুন্দরী খেতাব অর্জন করেন। এরপর বলিউডেও অভিষেক হয় তার। ‘ম্যায় হু না’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায়না পেয়ার কিউ কিয়া’, ‘ফিজা’, ‘দুলহা মিল গায়া’সহ বলিউডের অনেক ছবিতে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন তিনি। তবে বর্তমানে অভিনয় একদমই কমিয়ে দিয়েছেন সুস্মিতা। বরং ব্যবসা ও সামাজিক কাজে অংশ নিয়েই এখন কাটে তার সময়। পাশাপাশি একটি সন্তান দত্তকও নিয়েছেন তিনি।
বেশ কয়েকজনের সঙ্গে প্রেমে জড়ালেও এখনও বিয়ে করেননি সুস্মিতা সেন।