খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সর্ম্পকের কথা ‘স্বীকার’ করে আলোচনায় আসা আরশি খানকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় এই মডেল-অভিনেত্রী শনিবার সকালে এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন।
ভারতের স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে মন্তব্যের জন্য তারই সমর্থকরা আরশিকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
টুইটারে আরশি বলেন, রাধে মাকে নিয়ে মন্তব্যের জন্য তার সর্মথকেরা ফেসবুক ও টুইটারে আমাকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছে। আমার মুখে অ্যাসিড নিক্ষেপেরও হুমকি দেওয়া হয়েছে।
পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে আরশির সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছিল নানা মহলে। সম্প্রতি সেই জল্পনাকেই স্বীকার করে আলোচনায় আসেন আরশি খান।
আরশি টুইটারে বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার যৌন সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালবাসার।’
চলতি মাসের প্রথম সপ্তাহে স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে আলোচিত অভিনেত্রী আরশি বলেন, মধুচক্র চালান রাধে মা।
আরশি দাবি করেন, রাধে মার প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এই মধুচক্রের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাবও দেওয়া হয় তাকে।