Thu. Oct 16th, 2025
Advertisements

52খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার একটি খাবারের দোকানে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটা বিস্ফোরণে একতলা ভবনটির ছাদ ধসে পড়ে। ধ্বংস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংস্তূপ সরানোর পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়ে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।