খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এবার বিনামূল্যে সারাবিশ্বে ঢুঁ মারতে পারবেন আন্ত:নগর ট্রেনের যাত্রীরা! এক ক্লিকেই জানতে পারবেন দিন-দুনিয়ার খবর। ফেসবুক-ট্যুইটার-ইউটিউবসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমে বিচরণ করতে পারবেন বিনামূল্যে! কেননা সব আন্ত:নগর ট্রেনের যাত্রাপথে ওয়াই-ফাই সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর মাধ্যমে বাংলাদেশের রেলওয়ে সেক্টর ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করছে। স্মার্টফোন, ল্যাপটপ বা এ জাতীয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যাত্রীদের হাতের মুঠোয় থাকবে বিশ্ব!
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, ইতিমধ্যে আন্ত:নগর ট্রেনে ওয়াই-ফাই সংযোগের কাজ শুরু করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। চলতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সূবর্ণ এক্সপ্রেসে পূর্ণাঙ্গভাবে চালু হবে ওয়াই-ফাই সেবা।
এরপর পর্যায়ক্রমে এ রুটে চলাচলকারী মহানগর প্রভাতী, তূর্ণা নিশিথা, মহানগর গোধুলী এবং ঢাকা রাজশাহীগামী সিল্কসিটি, পদ্মা এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসসহ সব আন্ত:নগর ট্রেনে ওয়াই-ফাই সেবা দেওয়া হবে। আসন্ন ঈদের আগেই একাধিক আন্ত:নগর ট্রেনে ওয়াই-ফাই সেবা চালু হবে।