Wed. Sep 17th, 2025
Advertisements

49খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
যাদের নিয়মিত টাইপ করতে হয় কিবোর্ড ছাড়া, তাদের দিন কাটানো অসম্ভব। কিন্তু এ রকম লম্বা একটা জিনিস তো সব সময় সঙ্গে রাখাও যায় না। ল্যাপটপের জন্য ছোট কিবোর্ড অবশ্য আছে কিন্তু সেটাও ব্যাগের চেয়ে আকারে কিছুটা বড়। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। তারা নিয়ে এসেছে এমন এক কিবোর্ড যেটা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখা যাবে। এ খবর জানিয়েছে দ্য ভার্জ। এলজির এই কিবোর্ডের নাম রাখা হয়েছে ‘রোলি’। গুটিয়ে বা রোল করে রাখা যাবে বলেই এই নাম। এই ব্লুটুথ কিবোর্ডটি যেকোনো ডিভাইসের সঙ্গেই সংযুক্ত হতে পারবে। তবে ভাঁজ করা বা বহনযোগ্য এ ধরনের কিবোর্ড অবশ্য এটাই প্রথম নয়। এলজি রোলি কিবোর্ডটি বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে। আর সে কারণেই এটি ব্যবহারে ও বহনে বেশ সুবিধা। টেবিলের সঙ্গে এই কিবোর্ডটি লেগে থাকবে এর ম্যাগনেটিক সারফেসের কারণে। এতে রয়েছে সিঙ্গেল এএএ ব্যাটারি। রোলির নির্মাতা এলজি বলছে, একটি ব্যাটারিতে তিন মাস চলবে কিবোর্ডটি। এই মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়েছে এলজি রোলি কিবোর্ড। এর দাম ধরা হয়েছে ১১৯ মার্কিন ডলার। বছরের শেষ নাগাদ ইউরোপ ও এশিয়ার বাজারে পাওয়া যাবে এই কিবোর্ডটি