Wed. Sep 17th, 2025
Advertisements

50খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
আজ রোববার আংশিক সূর্যগ্রহণ চলছে। এ গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে; শেষ হবে বেলা ৩টা ৬ মিনিট ১২ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ১২টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে। তবে বাংলাদেশে এ গ্রহণ দেখা যাচ্ছে না। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার আসখাব শহরের দক্ষিণ-পশ্চিমে রোববার স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে একই দিনে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে শেষ হবে আংশিক এই সূর্যগ্রহণ। এর মধ্যে সর্বোচ্চ গ্রহণ হবে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর প্রান্তে রোববার সকাল ৬টা ৪৫ মিনিট ৫ সেকেন্ডে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডিউটি ফোর কাস্টিং অফিসার বেলা ১১টার দিকে জানান, ‘সকাল ১০টা থেকে শুরু হয়েছে আংশিক সূর্যগ্রহণ; শেষ হবে তিনটায়। বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না। আবহাওয়ার ওপরও এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই।’ লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্পেস ডটকমে ।