Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫ গ্যাস-বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচির ঘোষণা দেবে গণতান্ত্রিক বাম র্মোচা।

এছাড়া দক্ষিণ বঙ্গে রেন্টাল-কুইক রেন্টালের মতো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সুন্দরবন ধ্বংস করার প্রতিবাদে চলতি মাসের ১৬ থেকে ১৮ অক্টোবর রোডমার্চ কর্মসূচি পালন করবে দলটি।

রবিবার জ্বালানি মন্ত্রণালয় অভিমূখে গ্যাস-বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
তবে হরতাল- অবরোধের মতো কর্মসূচি ঈদুল আযহার পরে ঘোষণা হবে বলে জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশের সম্বনয়কারী সাইফুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স ও পেট্রোবাংলার পরিবর্তে বিদেশি কোম্পানির মাধ্যমে গ্যাস উত্তোলন করছে এবং তাদের কাছ থেকে বহুগুণ মূল্যে গ্যাস কিনছে সরকার। অন্যদিকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের নামে তেলভিত্তিক রেন্টাল-কুইক রেন্টাল থেকেও বিদ্যুৎ কিনছে। এর ফলে লাখ লাখ টাকা ঘাটতির সৃষ্টি হচ্ছে। এ ঘাটতি পোষাতেই গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূলবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার।

তিনি গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি খাতে অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঈদুল আযহার পরে হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

কমরেড সাইফুল বলেন, এ মূল্য বৃদ্ধির ফলে শুধু কৃষি খাতে নয় সামগ্রিক ভাবেই জনজীবনে প্রভাব পড়বে। নিত্য-পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি হবে, ঘড়ভাড়া বৃদ্ধি পাবে। এমনকি শিল্প খাতেও এর প্রভাবের ফলে অনেক কর্মচারি বেকার হয়ে পড়বে। কিন্তু সরকার তা বিবেচনায় না নিয়ে বিশ্বব্যাংক, আইএমএফ এবং এদেশের কিছু দূর্নীতিবাজ আমলাদের স্বার্থ রক্ষায় একতরফাভাবে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি করেছে।

সকল ক্ষেত্রেই সরকার মুষ্টিমেয় দূর্নীতিবাজ আমলাদের স্বার্থরক্ষা করে চলছে বলে অভিযোগ করেন তিনি।

এ বাম নেতা আরো বলেন, শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করা হয়েছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করে। এ সেক্টরেও সরকার শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তিনি ছাত্রদের ভ্যাট বিরোধী আন্দোলনের সাথে একাত্ব ঘোষনা করেন।

শিক্ষকদের চলমান আন্দোলনের সাথেও একাত্ব ঘোষণা করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি কমরেড সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও গণতান্ত্রিক বাম র্মোচার কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দি প্রমুখ।