খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
প্রয়োজনে কত কী না করতে হয় চলচ্চিত্র তারকাদের। মাথা ন্যাড়া করা থেকে শুরু করে ‘সিক্সপ্যাক’, ‘এইটপ্যাক’ করা, চিকন কিংবা মোটা হওয়াসহ আরও কত কী! বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এক্ষেত্রে আরও এককাঠি সরেশ। ‘দঙ্গল’ ছবিতেও চরিত্রের প্রয়োজনেই ওজন বাড়িয়েছিলেন এ বলিউড তারকা। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি নির্মিত হচ্ছে কুস্তিবিদ মহাবীর ফোগটের জীবনী নিয়ে। ছবিতে মহাবীরের ভূমিকায় থাকছেন আমির। মহাবীরের চরিত্র ফুটিয়ে তোলার জন্য ওজন বাড়াতে হয়েছে তাকে, তাও দুএক কেজি নয়; পাক্কা ২৫কেজি! ৬৮-৭০ কেজি ওজনের আমির চরিত্রের প্রয়োজনে নিজেকে ৯৫ কিলোগ্রাম ওজনের মাহবীরে রূপান্তরিত করেছেন। আর এতেই বেধেছে বিপত্তি। অতিরিক্ত ওজনের কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে বলিউডের সফল এ তারকার। তাছাড়া চলাফেরায়ও বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন তিনি। ‘দঙ্গল’ ছবির চিত্রায়নের জন্য বর্তমানে পাঞ্জাবের অমৃতসরে আছেন আমির খান। মুম্বাই থেকে পাঞ্জাব যাওয়ার পথে বিমানে আমিরের সঙ্গে দেখা হয় ‘বিগ বস ৮’ তারকা গৌতম গুলেটির। সুযোগ হাতছাড়া করেননি গৌতম। প্রিয় তারকাকে কাছে পেয়েই সেলফি তুলে পোস্ট করেন সামাজিক যোগাযোগ সাইট ইনস্টাগ্রামে। মুহুর্তেই ছবি নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। বিমানে আমির গৌতমকে জানান, ছবিতে অল্পবয়সী মহাবীরের ভূমিকায় অভিনয়ের জন্য নাকি তাকে আবার ওজন কমিয়ে ফেলতে হবে। তার মানে আবার নিজের স্বাভাবিক ওজন থেকে অন্তত কয়েক কেজি কমাতে হচ্ছে আমিরকে। এমনিতেই নিজের ছবির খুঁটিনাটি বিষয় নিয়েও সিরিয়াস মিস্টার পারফেকশনিস্ট। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে কলেজ ছাত্রের চরিত্র রূপায়নের জন্য ওজন কমিয়েছিলেন ৪৯ বছর বয়সি এ তারকা। আবার কখনো চরিত্রের প্রয়োজনে চকলেট হিরো সাজতেও জুড়ি নেই তার। তবে ‘দঙ্গলে’ অভিনয়ের জন্য ওজন বাড়ানো-কমানো ও এর স্বাস্থ্যগত প্রভাব নিয়ে খুবই চিন্তিত তার পরিবার। তারপরও থেকে নেই আমিরের প্রচেষ্টা। চরিত্রের প্রয়োজনে আরও কঠোর সাধনা করতে রাজি এ তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘দঙ্গল’। ছবিতে আমিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সাক্ষী তনওয়ার।