খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা দুটি থেকে কমিয়ে একটি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আইন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ একীভূত করে একটি ট্রাইব্যুনাল গঠনও করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, মামলার সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক (চেয়ারম্যান), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি শাহিনুল ইসলাম (সদস্য) ও সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর (সদস্য) নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিচালনা করবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপর ট্রাইব্যুনাল অগঠিত অবস্থায় থাকবে। সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি থেকে কমিয়ে একটিতে আনতে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য গতকাল সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। আজ দুপুরে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর পরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, একই ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এবং সদস্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া সুপ্রিম কোর্টে প্রত্যাবর্তন করবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়। তবে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তনকারী বিচারপতিদের অনুকূলে ট্রাইব্যুনালে কর্মরত থাকাকালে প্রদত্ত নিরাপত্তা সুবিধাসহ আনুষঙ্গিক অন্যান্য সুবিধাদি অব্যাহত থাকবে।