Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
52সপ্তাহখানেক আগে রাজা একাডেমি নামে মুম্বাই ভিত্তিক একটি সুন্নি মুসলমানদের সংগঠন সঙ্গীত পরিচালক এ আর রহমান ও চলচ্চিত্র নির্মাতা মজিদ মাজিদীর বিরুদ্ধে ফতোয়া দেয়। সেখানে বলা হয় ‘মুহাম্মদ : মেসেঞ্জার অব গড’ সিনেমা নির্মাণে জড়িত থাকার কারণে রহমান ও মাজিদী ‘ধর্মদ্রোহী’ হয়ে গেছেন। তাদের বিয়েও ‘অবৈধ’ হয়ে গেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এআর রহমান। ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আমি সিনেমাটি পরিচালনা বা প্রযোজনা করিনি শুধু সঙ্গীত করেছি। ওই সিনেমায় কাজ করতে গিয়ে যে আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছে, তা আমার একান্ত ব্যক্তিগত এবং আমি সেটা শেয়ার করতে চাই না।’ তিনি আরও জানান, নিজের সৎ ইচ্ছা দ্বারাই ওই সিনেমার সঙ্গীত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাউকে আঘাত করার অভিপ্রায় তার ছিল না। অস্কারজয়ী এ সুরকার আরও জানান, এটা তার বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। এ সিনেমায় সঙ্গীত না করলে তিনি হাশরের দিনে প্রশ্নের মুখোমুখি হতেন। এ প্রসঙ্গে লিখেন, “শেষ বিচারের দিন যদি আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, ‘আমি তোমাকে বিশ্বাস, মেধা, টাকা, খ্যাত ও স্বাস্থ্য দিয়েছি, কেন তুমি আমার পেয়ারা রাসুল (স.)-কে নিয়ে নির্মিত সিনেমায় সঙ্গীত করনি?” তিনি জানান, মানবতাকে এক করার ধারণার উপর এ সিনেমার সঙ্গীত তৈরি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। মুহাম্মদ (স.) এর জীবনী ভিত্তিক উচ্চাভিলাষী ট্রিলজি সিনেমার প্রথম পর্ব ‘মুহাম্মদ : মেসেঞ্জার অব গড’। এতে সঙ্গীত করেছেন এআর রহমান। আর তাতেই আপত্তি মুসলমানদের বিভিন্ন অংশের। রহমান ও মাজিদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও করে রাজা একাডেমি।