Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
59জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) সরকারি অর্থায়নে নির্মিত ‘সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স’ ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই ল্যাবরেটরির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, ৮২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ ল্যাবটি নির্মিত হয়েছে। ল্যাবটিতে ৩০টি কম্পিউটার ও একটি সার্ভারসহ অন্যান্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এ ছাড়াও ল্যাবের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ল্যাবটি বাংলাদেশ সরকারের অর্থে প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু এর সংরক্ষণ ও পরিচালনায় খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। ল্যাবটি দেশে মানসম্মত সফটওয়্যার তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, সফটওয়্যার শিল্পের বিকাশ ও প্রচারের জন্য বাজারজাত করার আগে তা যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ল্যাবরেটরি প্রতিষ্ঠার ফলে বিশ্ব তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। জুনাইদ আহমেদ আরও বলেন, বাংলাদেশ সরকার স্কুল ও কলেজ পর্যায়ে আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ সমাজকে আধুনিক ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলছে। বিশ্বে বাংলাদেশ এখন প্রযুক্তি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠানে সভাপতির ভাষণে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, তরুণ প্রজন্মের হাত দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ তার স্বকীয়তার মধ্য দিয়ে বিশ্বে মর্যাদার আসন অর্জন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ এনামুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য আবুল হোসেন, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলাম প্রমুখ।