Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
60এক অ্যান্টিভাইরাসে ৩ বছর তার উপর ৯০ দিনের বোনাস। ইন্টেল সিকিউরিটি এমআইএস–৩ (গওঝ-৩) অ্যান্টিভাইরাস দিচ্ছে মোট ১১৭০ দিনের ইন্টারনেট সুরক্ষা। এতে রয়েছে নেটগার্ড (ঘবঃএঁধৎফ) যা একটি টুওয়ে ফায়ারওয়াল সিস্টেম ও নেটওয়ার্ক ম্যানেজার যা আপনার কম্পিউটারের ওয়াইফাই নেটওয়ার্ককে রাখবে সুরক্ষিত। এ ছাড়াও এতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল ও সাইট এডভাইসর এর মত সর্বাধুনিক প্রযুক্তি। এতে আরো রয়েছে অ্যান্টি স্পাম ইমেইল ফিল্টার যা ইমেইল এর মাধ্যমে পাঠনো যে কোন অনাকাঙ্কিত ফাইল, লিঙ্ক অথবা ডাটাকে ব্লক করে রাখে। ব্র্যান্ড পিসির গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে বিশেষভাবে নির্মিত এই অ্যান্টিভাইরাস এর খুচরা মূল্য ২০০০ টাকা । বাংলাদেশে ইন্টেল সিকিউরিটির পরিবেশক কম্পিউটার ভিলেজের শোরুমগুলো ছাড়াও দেশের সব আইটি মার্কেটে অ্যান্টিভাইরাসটি পাওয়া যাচ্ছে।