খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫ :পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামে স্বামীর হাতে আহত জেসমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জেসমিন বেগম উপজেলার বড় শৌলা গ্রামের আবুল কালামের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবুল কালাম স্ত্রীকে মারপিট করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরদিন রবিবার সকালে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার চিকিৎসকদের পরামর্শে জেসমিন বেগমকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে সে মারা যান। এরপর স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল হক বাদী হয়ে আবুল কালামকে আসামি করে স্থানীয় থানায় মামলা করে। জেসমিনের ছোট ভাই সাদিকুর রহমান