Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
24এক ব্যক্তির বৈপ্লবিকভাবে হার্ট প্রতিস্থাপন করা হল। লি হল নামে ২৬ বছর বয়েসী ওই যুবকের ১৪ বছর বয়সে হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছিল। হল, কর্নওয়াল থেকে ২০ বছর বয়সে রক্ত চলাচল ঠিক রাখার জন্য তার শরীরের একটি যান্ত্রিক মেডিকেল পাম্প স্থাপন করেন।
যাই হোক, তিনি এ বছর মে মাসে একটি দুঃসংবাদ পান। আর তা হল, তার চিকিত্সক বলেন যে, তার পাম্পের তার আক্রান্ত হয়েছে এবং দুই দিনের মধ্যে একটি তাজা হার্ট প্রতিস্থাপন প্রয়োজন আর তা না হলে তিনি যে কোনো সময় তার জীবন হারাবে।
সৌভাগ্যবসত, তিনি একজন হার্ট ডোনার পেয়ে যান। মৃত ব্যক্তির হৃদয়টি হলের জন্য সংগ্রহ করে তা শরীরের বাইরে রেখে “heart in a box” পদ্ধতির মাধ্যমে পুনর্জাগরিত করা হয়েছিলো। এ পদ্ধতিতে হার্টকে অপারেশনের আগে ৮ ঘণ্টা পর্যন্ত জীবিত রাখা যায়।
ট্রান্সমেডিক্স (Transmedics) নামে একটি মেডিকেল ডিভাইস কোম্পানি, এই প্রযুক্তির ডিজাইন করেন। চিকিৎসা প্রযুক্তি ফার্ম ম্যাসাচুসেটস এর একটি হেড কোয়ার্টার, তারা এছাড়াও ফুসফুস ও যকৃতের প্রতিস্থাপনের জন্য অনুরূপ পণ্য সরবরাহ কর থাকে।-সূত্র: লোলওয়াট।