খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
গোলগাল সাদা বিড়ালটির নাম বাঘিনী। তার মা এক বিতর্কিত লেখিকা। নারী অধিকার ও ধর্মবিরোধিতার জন্য তিনি নির্বাসিত। বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ও তার পোষা বিড়াল নিয়ে ‘নির্বাসিত’ নামের বায়োপিকটি নির্মাণ করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। মূল চরিত্রেও অভিনয় করেছেন চূর্ণী। সমালোচক প্রশংসিত ভারতীয় সিনেমাটি এবার অস্কারে যাচ্ছে। সেরা বিদেশী ভাষার সিনেমা বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে ‘নির্বাসিত’। পরিচালক হিসাবে প্রথম ছবিতেই আন্তর্জাতিক আঙিনার পা রাখতে পেরে খুশি চূর্ণী। আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, ‘বাংলা ছবি এমন প্রচার তো পায় না। আর ভাল ছবি তৈরির ক্ষেত্রে বাজেটও একটা বড় সমস্যা।’ ‘নির্বাসিত’ ইতোমধ্যেই দুটি জাতীয় পুরস্কারও জিতেছে। এর মাধ্যে আছে বাংলা শ্রেষ্ট চলচ্চিত্রের পুরস্কার। আর ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সিলেকশন কমিটিতে একেবারে শেষ মুহূর্তে পাঠানো হয়েছে ‘নির্বাসিত’। দেরি কেন?— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এটা আমার প্রথম ছবি। আর সত্যি বলছি, অস্কারে পাঠানোর পদ্ধতিটা সম্পর্কে আমি কিছুই জানতাম না।