Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
64এ বছরের শুরুতে স্যামসাং ঘোষণা দিয়েছিল তারা নমনীয় ফোন তৈরি করতে যাচ্ছে। যেটি সহজেই বাঁকানো যাবে। সেই ধারণা থেকেই দুই স্ক্রিনের ভাঁজ করা যায় এমন ফোন তৈরির কাজ শুরু করেছে। ফোল্ডিং ফোনের মতই এতে দুইটি অংশ থাকবে। দুই অংশেই টাচ স্ক্রিন আছে। ফোল্ড খুলে ফেললে দুই স্ক্রিন মিলে বড় একটি স্ক্রিন হবে। স্যামসাংয়ের প্রজেক্ট ভ্যালি থেকে ফোনটি তৈরি করা হচ্ছে। প্রযুক্তির হাড়ির খবর প্রচারকারী ‘লিকস্টেয়ার অন উইবো’ দাবি করছে তারা স্যামসাংয়ের নতুন ফোনটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পেরেছেন। এই ফোনটির জন্য স্যামসাং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২০ এবং ৮২০ ব্যবহার করার চিন্তা ভাবনা করছে। তবে ফোনটির দুইটি অংশে আলাদা প্রসেসর থাকবে কিনা সে বিষয়ে পরিস্কার কিছু জানাতে পারেনি ‘লিকস্টেয়ার অন উইবো’। তবে এই ফোনে থাকছে ৩ জিবি র‌্যাম। ফোনটিতে ননরিমুভেবল ব্যাটারি থাকছে। এটিতে মাইক্রোএসডি স্লটও থাকছে। ফোনটির ডিসপ্লে হবে ওএলইডি। সূত্র জানিয়েছে, আগামী বছরের জানুয়ায়ী কিংবা ফেব্র“য়ারি মাসে ফোনটি বাজারে আসবে। এর আগে ২০১২ সালে সনিও এমন ফোল্ডেবল ট্যাবলেট তৈরির উদ্যোগ নিয়েছিল। সেটি ছিল সনি ট্যাবলেট পি। যদিও সেটির দুই স্ক্রিন আলাদা ছিল। সনির সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। তবে স্যামসাংয়ের এই ফোনটি বাজারে আসতে যাচ্ছে সে বিষয়ে অনেকটাই নিশ্চিত ‘লিকস্টেয়ার অন উইবো’ ।