খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গণজাগরণ মঞ্চের শ্লোগান কন্যা খ্যাত লাকী আক্তার। সংগঠনটির ৩৭তম কাউন্সিলে লাকীকে সভাপতি করে নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জি এম জিলানী শুভ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন সেন গুপ্ত। সংগনটির পক্ষ থেকে আরও জানানো হয়-ভোটের মাধ্যমে ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়। এক বছর মেয়াদি এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তারেক সোহেল, লিটন নন্দী, জাহিদ ইসলাম সজিব, শাহীন হাওলাদার, তন্ময় ধর, মিথুন রায়, শিমুল কান্তি বৈষ্ণব, শেখ সাদ নূর অপি। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিয়াম সারোয়ার জামিল, তুহিন কান্তি দাস, আল আমিন ও অনিক রায়। এছাড়া কোষাধ্যক্ষ হলেন ফয়েজউল্লাহ, দপ্তর সম্পাদক- জ্যোর্তিময় চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- জি এম রাব্বি, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-সাদ্দাম হোসেন দিপক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- রমেন চক্রবর্তী টিপু, সাংস্কৃতিক সম্পাদক- কাজী রিতা, ক্রীড়া সম্পাদক- ঋদ্ধ অনিন্দ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক- নুরুজ্জামান। কার্যকরি কমিটির সদস্য হিসেবে বিদায়ী সভাপতি হাসান তারেকের সঙ্গে থাকছেন আব্দুল হালিম, নিহার সরকার অঙ্কুর, মাহমুদা খাঁ, তানভীর রিয়াজ, অর্পিতা সুলতানা, রইসুজ্জামান, সৌরভ দেব, মেহেদী হাসান নোবেল, খ ম মিরাজ, রিয়াজ হোসেন, শারমিন জাহান পপি, সোহেল রানা, সুশান্ত ওঝা, রাতুল উজ জামান, নাদিম মাহমুদ ও মিনহাজুল আবেদীন। উল্লেখ্য, লাকী আক্তার এর আগে পর্যায়ক্রমে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।