Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
78প্রতিদিনই ব্যাংকক থেকে খবর আসছে, লাকী আখন্দের শারীরিক অবস্থা অবনতির দিকে। চিকিৎসকরা আশাব্যঞ্জক সংবাদ দিতে পারছেন না। কেমোথেরাপিতে তেমন সাড়া মিলছে না। এদিকে তার পরিবার সম্পত্তি বেচে, ধার-দেনা করে চিকিৎসার ব্যয়ভার চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গায়ক, সুরস্রষ্টা ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসা সহায়তায় পাঁচ লাখ টাকা দিয়েছেন। এ খবরে সংগীতাঙ্গনের সবার মধ্যে কিছুটা হলেও আশা ফিরে এসেছে। খুশি হয়েছে লাকীর পরিবার। গত ১ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় লাকী আখন্দকে। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ১০ সেপ্টেম্বর রাতে তাকে নেওয়া হয় থাইল্যান্ডে। সেখানকার পায়থাই হাসপাতালে চলছে চিকিৎসা। সেখানে আছেন তার মেয়ে মাম্মেন্তি